মধ্য রাতে হঠাৎ পাপনের বাসায় সাকিব-হাথুরুর সভা

নিজস্ব প্রতিনিধিঃ তহিদূল ইসলাম রাসেন
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে ফিরলেও তামিম ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন দুদিন আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। তবে পিঠের চোটের অস্বস্তি এখনো পুরোপুরি কাটেনি তাঁর। তিনি নিজেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনো অস্বস্তি রয়েছে। ’তামিমের এই বাস্তবতা মেনেই দল চূড়ান্ত করতে হয়েছে নির্বাচকদের। পুরোপুরি ফিট না হলেও তাঁকে ধরেই তাই বিশ্বকাপের দল চূড়ান্ত করছে বিসিবির নির্বাচক প্যানেল। গতকাল নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচক রাতে তেমনটাই জানালেন। তবে তামিমের ব্যাপারে অধিনায়ক সাকিব আল হাসানের অবস্থান নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে চারদিকে, সে ব্যাপারে বিসিবির কেউ মন্তব্য করতে রাজি হননি। দুই সিনিয়র ক্রিকেটারের দূরত্ব বাংলাদেশ ক্রিকেটে নতুন নয়। নতুন করে বিষয়টি আবার সামনে আসায় সেটি অবশ্য চিন্তা বাড়াচ্ছে সবাইকে। উদ্ভূত পরিস্থিতিতে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে ফিরেই মধ্যরাতে গুলশানে বিসিবি সভাপতি পাপনের বাসায় সাকিবকে নিয়ে বসেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ৷ প্রতি বিশ্বকাপের আগে যেখানে বিসিবি আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় কবে দল ঘোষণা হবে। এবার দল ঘোষণার ১২ ঘণ্টা আগেও বিসিবি কেন যেন লুকোছাপার আশ্রয় নিয়েছে। এতেই পরিষ্কার, বিশ্বকাপের দল নিয়ে এখনো সংশয়হীন হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বরং নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের আগে ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category