কুমিল্লায় জননিরাপত্তা বিভাগের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের সমন্বয়ে সভা।

বিশেষ প্রতিনিধিঃ টিপু সুলতান
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

আজ সকালে কুমিল্লায় ব্যুরো বাংলাদেশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম রেজাউল মোস্তফা কামাল অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্বঃ আইন ও শৃঙ্খলা অনুবিভাগ), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কুমিল্লা। জনাব আশাফুর রহমান, উপসচিব, আইন ও শৃঙ্খলা অনুবিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনাব মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, কুমিল্লা। জনাব মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা। জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা জনাব মো: শামীম, সহকারী পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, কুমিল্লা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের সহযোগিতায় উক্ত সভায় জননিরাপত্তা বিভাগের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তৃতা করেন। এছাড়াও বিকালে অপর এক অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কার্যালয়ের উদ্দ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম জিয়াউল আলম বিএএম, পিভিএমএস, উপমহাপরিচালক (অপারেশনস), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজ নাব আশাফুর রহমান, উপসচিব, আইন ও শৃঙ্খলা অনুবিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনাব সৈয়দ ইফতেহার আলী, পরিচালক(অপারেশন), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জনাব মো: আশরাফুজ্জামান, উপপরিচালক (জেনারেল), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা। অনুষ্ঠানে বক্তারা দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রতিপালন সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। আরো উপস্থিত ছিলেন জনাব আবদুল্লাহ আল হাদী, পরিচালক, ৫ আনসার ব্যাটালিয়ন। জনাব মাহবুবুর রহমান, জেলা কমান্ড্যান্ট, নোয়াখালী। জনাব জানে আলম সুফিয়ান, জেলা কমান্ড্যান্ট, ফেনী। জনাব উজ্জল কুমার পাল, জেলা কমান্ড্যান্ট, চাঁদপুর। জনাব রোকসানা বেগম, পরিচালক, ১৮ আনসার ব্যাটালিয়ন। জনাব নুরুল আফছার চৌধুরী জেলা কমান্ড্যান্ট, লক্ষীপুর। জনাব মোহাম্মদ সোহেল রানা সরকার, সহকারী পরিচালক, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জ কুমিল্লা। জনাব মো: মনিরুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট, কুমিল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনায় জনাব মো: তানজির আজাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা। এছাড়া উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাগন, অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি