ফেনীতে ডাক্তার সেজে চিকিৎসা দিচ্ছেন ফটোগ্রাফার

নিজস্ব প্রতিনিধিঃ তহিদুল ইসলাম রাসেল
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬৮ Time View

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ডাক্তার সেজে বেশ কিছুদিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মারজান। প্রতিদিনের মতো সোমবারও হাসপাতালের শিশু বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করে আসছিলেন তিনি। একজন সচেতন রোগীর স্বজন মারজানের প্রতারণা ধরতে পারেন। এমন সময় হাসপাতালে চিকিৎসক আসার খবর পেয়ে পালানোর সময় দারোয়ান আব্দুস সাত্তার ও বাবুর্চি সুমনসহ রোগীর স্বজনরা তাকে আটক করে হাসপাতালে কর্তব্যরত পুলিশে সোপর্দ করে। ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণা করার সময় আবু সালেহ মোহাম্মদ মারজান (২০) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে রোগীর স্বজনরা। তিনি ফটোগ্রাফার হিসেবে স্থানীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) শাহীন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে থানায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category