সিএমপি পাঁচলাইশ মডেল থানার অভিযানে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ জাহিদুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬৫ Time View

সিএমপি পাঁচলাইশ মডেল থানার এএসআই (নিঃ) সোহেল আহমেদ ও এএসআই(নিঃ) মোঃ তোজাম্মেল হোসেন অদ্য ০৩/১০/২০২৩ খ্রিঃ তারিখ নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ৩৪৭৮/২০, সিআর- ১৬১২/১৯, ধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫,৫০,০০০/= টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার সোলেমান বাদশা’কে গ্রেফতার করেন। আসামি খন্দকার সোলেমান বাদশা মুরাদপুর মোড়স্থ বাবুস সালাম হজ্জ্ব কাফেলা’র মালিক হয়ে মামলার বাদি জনাব মাওলানা মোহাম্মদ তৈয়ব (৬৫) এর নিকট থেকে তাকে হজ্জ্বে নেওয়ার কথা বলে নগদ ৫,৫০,০০০/= টাকা নেয় এবং বাদিকে একটি চেক দেয়। পরবর্তীতে আসামি বাদিকে হজ্জ্বে না নিয়ে প্রতারণা পূর্বক টাকা আত্নসাত করলে বাদি বিজ্ঞ আদালতে চেক প্রতারণার মামলা করেন। বিজ্ঞ যুগ্ন মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতের মাননীয় বিচারক আসামিকে বর্নিত মামলায় দোষী সাব্যস্ত করে গত ০৩/০৭/২৩ ইং তারিখ ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড প্রদান করতঃ আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category