ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব- বই প্রকাশ- সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১১ Time View

গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখ রবিবার নদিয়া বেলডাঙ্গার সারগাছি রামকৃষ্ণ মিশনে সুসমাপন হল এক বিশাল কর্মযজ্ঞ। পৌলোমি প্রকাশনী ও হেল্প অ্যান্ড কেয়ার ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা দ্বয়ের যৌথ প্রয়াসে বই প্রকাশ, সংস্কৃতিক অনুষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্মাননা, ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব, চারা গাছ বিতরণ, গুণীজন সম্মাননা প্রভৃতি কর্মসূচি পালন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিষ্ময়ানন্দ মহারাজ, বিজ্ঞানী অর্চন কান্তি দাস, অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা। এদিন শিক্ষক তথা সংস্থার কর্ণধার সুখময় সাহার সম্পাদনায় প্রকাশিত হয় সোনালী ক্যানভাস, প্রশ্নোত্তরে বিদ্যাসাগর, প্রান্ত জনের কবিতা গ্রন্থাবলী। একই সাথে বিশ্বজিৎ দত্ত ও সুখময় সাহার যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয় শারদ সংখ্যা শিউলি। উপস্থিত ছিলেন অধ্যাপিকা কাবেরী দাস মহাপাত্র,আইনজীবী আলী আহসান আলমগীর, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, কবি শিক্ষক ও সাহিত্যিক মফিজুল ইসলাম, চিকিৎসক ও সমাজ বার্তা সম্পাদক মোঃ মোস্তফা শেখ, কবি শামসুল হক প্রমূখ। রাজ্যের বিভিন্ন প্রান্তের গুণীজন ছাড়াও ভিন রাজ্য ও ওপার বাংলার বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের বিশেষ সম্মাননা ও শিক্ষকদের শিক্ষা ভুষণ সম্মাননা প্রদান করা হয়।বাংলাদেশের দুই বিশিষ্ট গুণীজনদের ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category