ঠাকুরগাঁও জেলা পুলিশের নব নিযুক্ত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়ও নব নিযুক্ত পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব এস এম রশিদুল হক পিপিএম; পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ আকতার হোসেন; পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ হুমায়ূন কবির; সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব রাফে সামদান হুসাইন মোঃ আদেল। ঠাকুরগাঁও জেলার নব নিযুক্ত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক ঠাকুরগাঁও জেলায় যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (সচিবালয়) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১৭ জুলাই ২০২৩ খ্রিঃ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।