বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে আগামী ১২ ই অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা আয়োজিত হয়। ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইদ্রিস কাজিমী সভাপতিত্বে ও ২৩ নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব দোস্ত মোহাম্মদ। এ সময় বক্তারা বিএনপির বর্বরোচিত অতীত এবং বর্তমানে তাদরে নৈরাজ্য মূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান। আরও উপস্থিত ছিলেন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।