বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী – মুহাম্মদ বদিউল আলম।

বিশেষ প্রতিনিধিঃ রাশেদুল ইসলাম
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৩ Time View

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্টান ১৪ই অক্টোবর বিকালে হাবিলাসদ্বীপ ব্যাংকের মাঠে অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রিটন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রেহেনা চৌধুরী, গৌরাঙ্গ নন্দী, সজল সর্দার, বাদল সর্দার, বকিম চৌধুরী, নুর আলম, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন চৌধুরী, আবু ছৈয়দ লালু, সংকর চৌধুরী, আবদুল খালেক, দিদারুল ইসলাম, জুয়েল সর্দার, মোঃ ইদ্রিস, রুবেল দেব, মাখন বড়ুয়া, মুন্না সর্দার, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুর শুক্কুর, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান আলাদা ধর্মীয় বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সকল উৎসব পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category