কর্ণফুলী থানায় ওসির রদবদল-নতুন ওসি আকবর শাহ থানার জহির

নিজস্ব প্রতিনিধিঃ তৌহিদুল ইসলাম রাসেল
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫৭ Time View

চট্টগ্রাম মেট্টোপলিটন পুুলিশ (সিএমপি)র আওতাধীন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে। এতে সাবেক ওসি মো. দুলাল মাহমুদকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। এবং তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ(সিএমপি)র পুলিশ পরিদর্শক মো. জহির হোসেনকে। ১৮ অক্টোবর (বুধবার) সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে নিযুক্ত  করা হয়।দীর্ঘ এ সময় তিনি দক্ষতা এবং নিষ্ঠার সাথে তাঁর কর্মজীবনে দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে, নতুন ওসি মো. জহির হোসেন ২০২০ সালে ডবলমুরিং থানার ওসি তদন্ত ও আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category