গাউছে মুখতার কনফারেন্স

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬৯ Time View

গাউছে মুখতার কনফারেন্স এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন ও অলিকুল শিরোমণি হজরতুল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী রাদ্বি.’র স্মরণে কুতুব শরীফ দরবারের তাসাউফ ভিত্তিক সংগঠন “তরীকায়ে মালেকীয়া” এর ব্যবস্থাপনায় আনোয়ারা উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে গাউছে মুখতার কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান শাহ্জাদা আলহাজ্ব ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধ্যাত্ম জগতের ধ্রুবতারা হজরতুল্লামা শাহ্ আবদুল মালেক মুহিউদ্দীন আজমী আল কুতুবী রাদ্বি. ভারতীয় উপমহাদেশ পেরিয়ে সারা বিশ্বে শরীয়ত ও তরীক্বতের অজস্র খেদমতের আঞ্জাম দিয়েছেন। তাঁর অতুলনীয় মানবসেবা মূলক কর্মকান্ড ও ইসলামের দুর্দিনে তাঁর ঈমানদীপ্ত জাগরণ লক্ষ লক্ষ মানুষকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান যুগিয়েছেন। উদ্বোধক ছিলেন, চসিক সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্রগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব মুজিবুল হক শাকুর। প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ইসলামিক স্কলার সাইফুল আলম বাবর আল আযহারী। স্বাগত বক্তব্য রাখেন, সোলায়মান চৌধুরী, মাওলানা আব্দুস শুক্কুর আল-মালেকী। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত রেজা কাদেরী, ইলিয়াছ আলম রেজভী, আলী হোসেন আরিফ, জাহাঙ্গীর আলম মেম্বার সহ কুতুব শরীফ দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category