২৮শে অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রামে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ যুবলীগের অহংকার, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতা, মোহাম্মদ আতিফ হোসেন তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ‘টানেল নিয়ে মিথ্যা বা নেতিবাচক প্রচারণা হতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মিথ্যা নেতিবাচক প্রচারণা চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’টানেলের মধ্যে জনসাধারণের জন্য নির্দেশনা ব্যবস্থা থাকবে এবং সেখানে ৮টি রেডিও চ্যানেলে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনাগুলো চলতে থাকবে। টানেলের ভেতর যেই ফ্রিকুয়েন্সি থাকুক না কেন, গাড়ি যতক্ষণ টানেলে থাকবে ততক্ষণ স্বয়ংক্রিয়ভাবে এ দিক নির্দেশনা চলবে।’