অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী’র ১৫০ তম জন্মবাষীকিতে লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বি.এস.পি’র চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত। উল্লেখ্য ২৬ শে অক্টোবর সকাল ৯ টায ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতিহা দোয়া পরিচালনা করেন লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বি.এস.পি চেযারম্যান সাইয়্যিদ সাইফুদিদন আহমদ আল হাসানী মাইজভানডারী। এ সময় মরহুমের নাতী ফাইযাজুল হক রাজু,নাতনী লিবারেল ইসলামিক জোটের কো চেযারম্যান ও কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক সহ জোটের মহাসচিব সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।