শেষ হচ্ছে অপেক্ষার পালা রাত পোহাতেই হতে যাচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল উদ্ভোধন।।

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ রিয়াজ উদ্দিন
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬৭ Time View

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে দেশের প্রথম টানেল আর এই টানেল উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ ভাগাভাগি করতে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য হাজী জিয়াউল হক সুমনের নির্দেশনা অনুযায়ী এলাকার সকল পেশার দায়িত্ব মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করছেন জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানার সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফরিদ রিপন। উক্ত মিষ্টিমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানার আহ্বায়ক কমিটির সকল নেতা কর্মী শেখ ফরিদ রিপন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক বিশাল পরিবর্তন এনে দেবে। যাতায়াতের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা সমাধানের পাশাপাশি সাশ্রয় হবে কর্মঘণ্টা, কাজে আসবে গতিশীলতা। মানুষের জীবন হবে স্বাচ্ছন্দ্যময়। উন্নয়ন ঘটবে ঐ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার। বাড়বে জাতীয় প্রবৃদ্ধি। আগামী কাল ২৮ অক্টোবর শনিবার সকালে টানেল উদ্ধোধন করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই দিন দুপুরে টানেল হয়ে দক্ষিণ পাড়ে কেইপিজেডের মাঠে বিশাল আনন্দ সভায়/জনসভায় ভাষণ দিবেন বলে জানিয়েছেন তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category