পটিয়ায় মুহাম্মদ বদিউল আলমের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত।

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ Time View

পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়ায় হরতাল বিরোধী ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ অনুষ্টিত হয়েছে। আজ রোববার (২৯শে অক্টোবর) বিকালে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়। শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেছেন, তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। পটিয়াবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘ্নিত করে বিএনপি-জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত। দেশব্যাপী বিএনপি-জামায়াতের খুন, অগ্নিসন্ত্রাস, অপরাজনীতি ও নৈরাজ্যে বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের ছাত্র ও যুবসমাজকে আহবান জানান। পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি ছিলেন পটিয়া কোর্টের সরকারী কর্মকর্তা এডভোকেট বদিউল আলম, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, সদস্য মোখতার আহম্মদ আরিফ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, কাজী আল মামুন, হাজী নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, মোঃ ইসহাক, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, শাহ আলম, নুরুল ইসলাম, হাসান শরীফ, রিটন বড়ুয়া, সাইফুদ্দীন ভোলা, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, সাহাবুদ্দীন সাদী, আনোয়ার হোসেন, আবদুল করিম ইমন, মোঃ বাবলু, এমদাদ হোসেন, আবদুর শুক্কুর, মোঃ রাসেল, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, মোঃ জাহেদ সহ পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category