গত ২৯-১০- ২০২৩ তারিখ রবিবার বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ৩০-৪০ জন কবি সাহিত্যিক সাংবাদিক সহ সমাজের বিভিন্ন গুণীজনদের উপস্থিতিতে বিকল্প নির্মাণের জুলাই আগস্ট ও মার্চ এপ্রিল ২০২৩ সংখ্যা প্রকাশ ও কবিতা পাঠ এবং আলোচনা সভা সুন্দরভাবে সুসম্পন্ন হলো সুবীর রায়ের সঞ্চালনায় দমদম কিশোর ভারতী স্কুলে। কবিতা পাঠ করেন চঞ্চল কুমার মন্ডল, মৌসুমী চক্রবর্তী, বিনয় দেব, সুপর্না বোস, পরিমল ঘোষ, অনুপম রায়, দীপক চক্রবর্তী, বিক্রম সরকার, কৌশিক সিংহ, পিয়ানু দাশ, আরতি দে, আসাদ আলী প্রমুখ। গান করেন প্রীতম সাহা, সোমা সেনগুপ্ত। বক্তব্য রাখেন দীপক চক্রবর্তী, ডঃ কানাই সেন, ডক্টর অমিতাভ চক্রবর্তী এবং সম্পাদক অভিজিৎ বিশ্বাস। সার্বিক পরিচালনায় ছিলেন সম্পাদক অভিজিৎ বিশ্বাস।
#################