দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত সারাদেশে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিনিধিঃ তৌহিদুল ইসলাম রাসেল
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৪ Time View

৩০ই অক্টোবর দলের এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। বৈঠকের পর আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বার্তা গণমাধ্যমে পাঠানো হয়। এই বার্তায় বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। তাতে আরও বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category