পাপেট তৈরি, শিক্ষা ক্ষেত্রে তার প্রয়োগ প্রভৃতি শিক্ষামূলক কর্মশালা গৌহাটিতে

কলকাতা প্রতিনিধিঃ মোঃ আসাদ আলী
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

অতি সম্প্রতি আসামের গৌহাটিতে ১৬ দিন ধরে চলে পাপেট তৈরি ও শিক্ষা ক্ষেত্রে তার প্রয়োগ প্রভৃতি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালিত এক জনশিক্ষামূলক কর্মশালা। যেখানে অংশ নেন ১২ থেকে ১৪ টি রাজ্যের শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নওপুকুরিয়া নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুখময় সাহা এই কর্মশালায় অংশ নেন। সাথে নিয়ে যান বহু রকমের গাছের চারা। এই কর্মশালায় আগত বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় সেখানে রোপন করে আসেন অর্জুন, ছাতিম, বকুল প্রভৃতি ৮০০ চারা গাছ। উপস্থিত ছিলেন সুষমা শাহু, সঙ্গীতা প্রামানিক, বৈশালী কাকডা ঘুগে, জিতেন্দ্র পিপল, ববিতা গৌতম, আব্দুর রশিদ, প্রিয়ংবদা বশিষ্ঠ, সমীর বর্মা, অঞ্জলি শশীকান্ত গডসে, নিরঞ্জন ভুঁইয়া, চন্দন গোস্বামী,ধরমবীর সিংহ ঝাঝরা, সন্দীপ রাঠোর,অঞ্জলী শশীকান্ত বর্মন,হামিত ওয়ানি, আখিয়া তানা, ব্রুশালি ঘোরপদে, কাকলি অধিকারী,শৈলেন্দ্র মিত্র প্রমুখ শিক্ষক শিক্ষিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category