বোয়ালখালীতে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

বোয়ালখালী উপজেলার উপজেলা পরিষদ চত্ত্বরে আজ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করা হয়। এই পার্কের উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, জেলা পরিষদ এর সদস্য বোরহান উদ্দিন এমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। উক্ত শিশু পার্কটি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। উল্লেখ্য, গত ২৩/১০/২৩ তারিখে চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার শিশু পার্ক সংলগ্ন সুইমিংপুল উদ্বোধন করেন এবং একইসাথে নির্মানাধীন শিশুপার্ক পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category