জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৫ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ এম. জাফর ইকবাল তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনয় চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে ঝাঁকজমক পূর্ণভাবে দৈনিক ভোরের চেতনা’র লোগো সম্বলিত কেক কেটে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব’র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও জিএসএস নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক এম. আনোয়ারুল হক, দৈনিক ভোরের চেতনা, কক্সবাজার ব্যুরো চীফ কফিল উদ্দিন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি মর্ণিং লাইভ’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক এম.আর তাওহীদ, ডিডিপি টিভি’র ব্যুরো চীফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার ব্যুরো প্রধান এম আই তৌহিদ, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি বলেন-দেশের প্রেক্ষাপটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা সত্যের পথে আপোষহীন, অনিয়ম ও মানবাধিকার নিয়ে সত্য প্রকাশে ভূমিকা পালন করে আসছে। সভাপতির বক্তব্যে এম.জাফর ইকবাল তালুকদার বলেন- আমাদের সম্পাদক মহোদয় একজন পরোপকারী ও মানবিক গুণাবলী সম্পন্ন লোক।তিনি আমাকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করার নির্দেশনা দিয়ে থাকেন। আমি তাঁহার নির্দেশনা মোতাবেক কাজ করতে বদ্ধপরিকর। উপস্থিত ছিলেন – দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি কেফায়েত উল্লাহ্,বাংলাদেশ প্রেস ক্লাব’র চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপ্টন, বিশিষ্ট ব্যবসায়ি ফোরকান, মানবাধিকার সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার আনোয়ার হোসেন, আনোয়ারা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওসমান গণি মনসুর, মিরেরশ্বরাই উপজেলা প্রতিনিধি সালাহ্ উদ্দিন রাসেল, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ইব্রাহিম মিন্টু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আলম, তৌহিদুল ইসলাম বাবলু, জাবেদুল ইসলাম, ফটো সাংবাদিক আল্ আমিন ও শিবু মিত্র, কামাল উদ্দিন,ক্রাইম রিপোর্টার শারমিন, নিউজ এডিটর তাসফিয়া সোলতানা, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ প্রমূখ।