১৫ই নভেম্বর ২০২৩ইংরেজি বান্দরবান পার্বত্য জেলার লামায় আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম,পিএসসি’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ই নভেম্বর বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায়-বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, ভাইস-চেয়ারম্যান মো. জাহেদ উদ্দীন, রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদন ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, হেডম্যান, কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ। এসময় নবাগত ও বিদায়ী জোন কমান্ডার নিজ নিজ বক্তব্যে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে অত্র এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ বিশৃংখলা সৃষ্টিকারী গোষ্ঠীর স্থান হবে না। প্রয়োজনে অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জীবনের সর্বোচ্চ রক্ত বিন্দু দিয়ে হলেও রক্ষা করব, ইনশাল্লাহ। তারা আরো বলেন, আলীকদম জোন এলাকার অর্থসামাজিক উন্নয়ন-শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সার্বিক ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার জন্য আহবান জানান।