ঘূর্নিঝড় মিধিলির কারণে নগরের ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চসিক

নিজস্ব প্রতিবেদকঃ তৌহিদুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

শুক্রবার (১৭ নভেম্বর) চসিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০২৩৩৩৩৫৩৬৪৯। ঘূর্নিঝড় মিধিলির কারণে নগরের ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়া এলাকায় চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। এছাড়া শুক্রবার দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ উপ-বিভাগস্থ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জরুরি অবস্থা মোকাবিলায় শুকনো খাবার ও ত্রাণ প্রস্তুতির সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি দুর্যোগ না কেটে যাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেয়া হয়। চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় চসিকের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ ও রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে চট্টগ্রাম সিটি মেয়র মো রেজাউল করিম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, বৃহস্পতিবার রাতেই ওয়ার্ড কাউন্সিলরদের নিজ-নিজ ওয়ার্ডের ঝুকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারক করতে নির্দেশ দিয়েছি। চসিকের সবগুলো বিভাগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্রিয় আছে। এছাড়াও মাইকিং সহ ঝুকিপূর্ণ এলাকা থেকে লোক সরিয়ে নিতে রেড ক্রিসেন্টও সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category