নারীকে দিয়ে ব্ল্যাকমেইল করে ফাঁকা বাসায় ডেকে নিয়ে ভিডিও ধারণ করা সিন্ডিকেট গ্রুপ ও টাকা মুক্তিপন আদায় চক্র আটক।

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

ডিবি(বন্দর ও পশ্চিম) বিভাগের স্পেশাল টিম নারী দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় চক্রের তিন জনকে আটক করেছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের দোকানে লেখা নাম্বার, বিভিন্ন ব্যবসায়ীদের নাম্বার সংগ্রহ করে সিন্ডিকেটের নারী সদস্য শারমিনকে দেয়। শারমিন সেই নাম্বারে কল দিয়ে ভাব জমায়। জামাই অনেকদিন বিদেশে থাকে বলে এক পর্যায়ে বাসায় ডেকে নেয় টার্গেট ব্যবসায়ীকে। এরপর বাসায় অসামাজিক কাজের আগে বা পরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সিন্ডিকেট সদস্য ঘরে ঢুকে টার্গেটকে আটক করে মারধর করে এবং ভিডিও ধারন করে এবং তা ফেইসবুকে পোস্ট দিবে, ভাইরাল করবে বলে লাখ টাকা বিভিন্ন বিকাশ ও নগদে নিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম পুলিশের নিকট গেলে ভিডিও ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। এই সিন্ডিকেটের গ্রুপ লিডার ১) আবু জাফর প্রকাশ জুয়েল ও ২) নাছির প্রকাশ ডিবি নাছির । ঘটনার শিকার একজন ভিকটিম ডিবি (বন্দর-পশ্চিম) অফিসে অভিযোগ জানালে মাঠে নামে ডিবি। ডিবি বন্দর পশ্চিমের স্পেশাল টিম তাদের প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা হতে মুল হোতা সহ ৩ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি সহযোগী আসামীদের গ্রেফতারে বিষয়ে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category