এক আলোকিত সূর্যের নাম মুজিবর রহমান

কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

আসাদ আলী-দৈনিক কর্ণফুলী সংবাদঃ ৫০ টি তথ্য চিত্র নির্মাণ ও ৫০ বছরে পদার্পণ করলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র এক আলোকিত সূর্য মুজিবর রহমান। দেশভাগের পর পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের সংস্কৃতি ও সিনেমা শিল্পের যে শূন্যতা তার অনেকটাই পূরণ হলো। মুর্শিদাবাদ থেকে পড়াশোনা ও কর্মের টানে কলকাতা এসে মুজিবর সাহেবের এই কর্মযজ্ঞ মুসলমান সমাজকে বেশ কয়েক ধাপ এগোতে সাহায্য করল, শুধু তাই নয় তাঁর এই কাজ ইতিহাস হয়ে থাকবে। গত ১৯-১১-২০২৩ তারিখ রবিবার পার্ক সার্কাসে ইন্ডিয়ান সাইন্স কংগ্রেসের অডিটোরিয়ামে তাঁর সংবর্ধনায় বসে যেন এক চাঁদের হাট। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমাদ হাসান ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর, দি বেঙ্গল সিনে সোসাইটির চেয়ারম্যান ডাক্তার কে এ মোহিত, অধ্যাপক সাইফুল্লা, মুজিবর রহমানের স্ত্রী আজমিরা খাতুন, অধ্যাপক আমজাদ হোসেন, শিক্ষাব্রতী মুন্সি আবুল কাশেম প্রমুখ। আরও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ডাঃ এন হক, ডাঃ কৌশিক চ্যাটার্জী, সোনা বন্দোপাধ্যায় প্রমুখ। আয়োজক-ব্যাবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ‘দি বেঙ্গল সিনে সোসাইটি’,‘অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্তর ফোরাম’ হাসান মীর্জা ওয়েলফেয়ার ট্রাস্ট’ প্রভৃতি সংস্থা। সঞ্চালনায় ছিলেন ডাঃ কে এ মোহিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category