আনোয়ারা মোহছেন আউলিয়ার মাজার জেয়ারতের মাধ্যমে মোমবাতির প্রতীকের প্রচার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভোটারদের অংশগ্রহণে প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন গতকাল জুমার নামাজ শেষে শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন। আনোয়ারার ঐতিহ্যবাহী ছুরত বিবি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লির সাথে কুশল বিনিময় ও প্রচারপত্র বিলি করেন। এদিন তিনি আনোয়ারা ষোলকাটা, কালাবিবির দিঘির মোড়, রুস্তমহাট বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের নির্বাচনী প্রধান এজেন্ট জননেতা মাওলানা এম এ মাবুদ, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মুহাম্মদ রফিকুল ইসলাম তৈয়বী, বদরুল হুদা তারেক, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, হানিফ মান্নান কাদেরী, মুহাম্মদ তাহারিফ হোসেন, মুহাম্মদ কামাল, মোহাম্মদ নাজমুল হক শামীম, মুহাম্মদ সাহাবুদ্দিন, হুমায়ুন কবির ছোটন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, এ টি এম আবু তৈয়ব, নাঈম উদ্দিন, শফিউল করিম, মুহাম্মদ ছৈয়দ নুর, আবুল মাবুদ সাগর, মুহাম্মদ তারেক, দিদারুল ইসলামসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার আনোয়ারা শাখার নেতৃবৃন্দ। গণসংযোগকালে মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেন, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ও শিক্ষিত বেকারদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থাকরণসহ জনগণের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। এ সময় তিনি জানান, ভোটারদের অংশগ্রহণে প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন আশা করেন তিনি। দলের সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত নিরলসভাবে কাজ করার জন্য তিনি বিশেষ আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি