প্রতারণার ভয়ঙ্কর রূপ বর্ষার ওরফে জর্নার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর চেহারা দেখিয়ে পুরুষদের আকৃষ্ট করে। তারপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। তারপর বিভিন্ন স্থানে দেখা করা, টাকা পয়সা সহ উপহার সামগ্রী হাতিয়ে নেয়। যখন জানতে পারে যে খারাপ মেয়ের খপ্পরে পড়ে গেছে, তখন ওই মেয়ে লাইভ এ এসে আত্মহত্যার হুমকি দিয়ে জোর পূর্বক বিয়ে করে। এতক্ষণ যাদের কথা বলছিলাম এই হলো একধরনের চক্রে। এরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নানাভাবে হয়রানি প্রতারিত করছে। মানিকগঞ্জে এই চক্রের সক্রিয় সদস্য বর্ষা নামের একটি মেয়ে।সে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেদের সাথে মোবাইলয়ে বন্ধুত্ব করে তার এই কাজে গডফাদার হিসেবে কাজ করে সাভারের রেডিও কলোনি এলাকার শেখ রাজ এভাবে একাধিক বিয়ে করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করছে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে। তার প্রতারনার শিকার মানিকগঞ্জের বলড়া বাজারের বাবুল দোকানদার, মানিকগঞ্জের সদর থানাধীন কাফাটিয়া গ্ৰামের কিয়ামুদ্দিন এবং হানিফ নামের অনেককে সর্বশান্ত করেছে। মানিকগঞ্জ সদর থানাধীন বরূন্ডি গ্ৰামের চান্দুর ছেলে মোস্তফার সাথে বিয়ে, দ্বিতীয় বিয়ে হয় আপন ফুফাতো ভাই ক‌ইতোরা গ্ৰামের কবির হোসেনের সাথে। সম্প্রতি সে মানিকগঞ্জের ধল্লা এলাকার কামুড়া গ্ৰামের নয়া বাড়িতে বিয়ে করেছে।এছাড়া এই চক্রের আরো সদস্য হিসেবে কাজ করে সি‌ংগাইর উপজেলার রিয়া, সদর থানার নূপুর। এছাড়া তার সাথে গভীর সম্পর্ক আছে মানিকগঞ্জ শহরের মাটি কাটা দাঁড়িওয়ালা মিজান , জরিনা কলেজের হাসান, স্বনকার পট্টির প্রবীর , টিন সালাম এবং ডেভেলপার খোকন।এই সুন্দরী রমণীর পরিচয়, ঝর্না আক্তার ওরফে বর্ষা। পিতা : জামাল হোসেন। মাতা: কুলসুম। গ্ৰাম: কুমুল্লী। হাটিপাড়া ইউনিয়ন। জেলা : মানিকগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি