টঙ্গীতে পথচারীদের সহযোগিতায় সাংবাদিকরা ধরলো ইয়াবার চালান

বিশেষ প্রতিনিধিঃ ইব্রাহিম হোসেন
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

বিশেষ প্রতিনিধিঃ মোঃ ইব্রাহিম হোসেনঃ গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের হাতে ধরা পরলো ৯শ’ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ি। টঙ্গী পূর্ব থানা সংলগ্ন আল আমিন বেকারির সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন সাংবাদিকরা। পরে পুলিশ তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৩), লক্ষীপুর জেলার রামগতী থানার চরআফজাল গ্রামের মোঃ বেলালের ছেলে মোহসিন হোসেন (২০) ও একই এলাকার চরনেয়ামতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৫৬)।সাংবাদিক মোস্তফা মিয়া জানান, শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিক হাজী বাবলু, পলাশ সরকারসহ কয়েকজন সাংবাদিক একটি চা দোকানে বসে কথা বলছিলেন তারা। এসময় অপরিচিত এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে পথচারিদের সহযোগিতায় আব্দুল মজিদ ও মোহসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ থানায় নিয়ে তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৯শ’ ২০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর মাদক ব্যবসায়ি জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক এনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করতো। এঘটনায় গণমাধ্যম কর্মীদের দ্বায়িত্বশীল আচরণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি