কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

সাবিনা ইয়াসমিন, শাবানা মন্ডল ও ঋতু রাজ গোস্বামীর সাথে জীবনানন্দ সভা ঘরে উপচে পড়া সমস্ত গুণীজন গলা মেলালেন “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা…”গানের মধ্য দিয়ে গত ৫/১০/২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চলা শুরু হল কলকাতা ১৮/ডি টেমার লেন, কলকাতা ৯ এর । মরালি প্রকাশনীর দুটি পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে যার কর্ণধার অধ্যাপক মনোজ মণ্ডল এর সাথে আরো দুই গুণীজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিষদের সদস্য বাসুদেব মোশেল ও বাংলা আকাদেমির যতীন সরকার। ‘মরালী’ পত্রিকা মূলত প্রবন্ধ, ছোটগল্প, অনুগল্প, রম্য রচনা ইত্যাদি গদ্য বিষয়ের পত্রিকা। এবং ‘অন্য প্রজাতি’ শুধুমাত্র ছড়া ও কবিতার পত্রিকা। মরালী পত্রিকার সম্পাদক পরিমল মন্ডল ও কার্যনির্বাহী সম্পাদক মনোজ মণ্ডল। প্রকাশ করলেন সম্পাদক পরিমল মন্ডল, বাসুদেব মোশেল, শিবপ্রসাদ ভট্টাচার্য, জালাল উদ্দিন আহমেদ, বংশীবদন চট্টোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন তারকনাথ চট্টোপাধ্যায়। ‘অন্য প্রজাতি’ শারদ সংখ্যার সম্পাদক মনোজ মন্ডল, সহকারি সম্পাদক যতীন সরকার, কার্যনির্বাহী সম্পাদক তারকনাথ চট্টোপাধ্যায়। প্রকাশ করেন মনোজ মন্ডল, যতীন সরকার, সুরঞ্জন মিদ্দে, কৃষ্ণপদ দাস, তারকনাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার। দুটি পত্রিকা যাঁরা প্রকাশ করলেন সমস্ত গুণীজনই সুন্দর বক্তব্য রাখেন। বাংলা ভাষা চর্চার উপর দেন অসাধারণ দিকনির্দেশনা। আবৃত্তি করেন কৃষ্ণ পদ দাস ও সুস্মিতা । কবিতা পাঠে ছিলেন নিতাই মৃধা, পূর্বাশা মন্ডল, বিমল দেব, আসাদ আলী, অলক দত্ত, সন্দীপ ব্যানার্জি, কল্যাণ গঙ্গোপাধ্যায়,রিনি নাথ, দেবাংশু মুন্সি, স্বপন মজুমদার, দীনেশ মান্না, চন্দ্রিমা ব্যানার্জি, বিশ্বনাথ চৌধুরী, সাবিনা ইয়াসমিন, শিবপ্রসাদ ভট্টাচার্য, ঋতু রাজ গোস্বামী, প্রমুখ । সুন্দর বক্তব্য রাখেন ভাঙ্গড় টিবি হাসপাতালের কর্ণধার ও সমাজসেবী আব্দুল ওহাব সাহেব, সমাপ্তি সংগীত করেন আসাদ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি