চট্টগ্রাম বন্দরনগরী ইপিজেড থেকে পতেঙ্গা কাটগোর পর্যন্ত চলিতেছে পরিবহন চাঁদাবাজি ও মানুষের নামে মিথ্যা মামলা করে যাচ্ছে একটি চক্র সেই চক্র নাম হলো নুরইসলাম মানিক হানিফ এরা কাঠগর সিমেট ক্রসিং এয়ারপোর্ট রিপোর্ট ফ্রী পোট এলাকাতে চাঁদাবাজি করে যাচ্ছে, যারা চাঁদা না দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে অযথা মানুষকে রাস্তায় রাস্তায় কাদাচ্ছে এদেরকে কেউ কিছু বলতে চাইলে এরা পুলিশ প্রশাসনের ভয় দেখায় এদের জোর কোথায়, এদেরকে কে লিড দিচ্ছে এদের খুটির জোর কোথায়, এরা কি আইনের ঊর্ধ্বে কেউ এরা আইনকে তোয়াক্কা না করে চলে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি অবৈধ গাড়িগুলো নাই কোনো ডকুমেন্ট গাড়িগুলো পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে নাকি তারা চালাচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে করেন ঐ এলাকার পরিবহন ডকুমেন্ট গাড়ির মালিক গুলো ফ্রিপোর্ট কর্ণফুলী কে ইপিজেড কে জেড যেসব বাস চলে, এই গাড়িগুলো একটা ডকুমেন্ট নাই এই গাড়িগুলো চালাচ্ছে নুর ইসলামের নেতৃত্বে চালাচ্ছে মানিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী নুরুল ইসলাম এর মুখোমুখি হয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন আমি যদি চাঁদাবাজি করি আমার কেউ চাঁদাবাজি করলে তা হলে আপনারা নিউজ করেন আমাকে ও সহযোগীদের কে পুলিশ আইনের আওতায় আনবে বলেন,জানিয়েছেন নুরুল ইসলাম, দৈনিক পএিকা সাংবাদিকদ হানিফের সাথে কথা বলতে গেলে তিনি আমাদের কে বলেন আমি চাঁদাবাজি করিনা আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে নিউজ করেন আমি হামলা-মামলা কে ভয় করি না দৈনিক পএিকা চট্টগ্রাম হিউম্যান হলার চালক ও সহকারী শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন ২১৭০ এর পতেঙ্গা শাখার কার্যকরী সভাপতি ইউসুফ মিয়া কাছে জানতে চাইলে উনি আমাদের কে বলেন নুরুল ইসলাম ও হানিফ মানিক এরা একটি চক্র এদের কে কেউ থামাতে পারছেনা এই এলাকাতে এরা এমন একটি চক্র নুরুল ইসলাম নামে এই লোক টি ২০১৭/১৮ সালে ভাত পর্যন্ত খেতে কষ্ট হতো যখন ২০০০ সালে করুনা আসে সে বিভিন্ন রকমের অপকর্ম চালিয়ে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে সে কি করে আজ গাড়ি-বাড়ির মালিক হয় নিশ্চয়ই সেই চাঁদাবাজি ইয়াবা বিভিন্ন ধরনের অপকর্ম ব্যবসার সাথে জড়িত আছে তার সাথে রেখেছে মানিক ও হানিফ তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে পরিবহনে চাঁদাবাজি ও মিথ্যা মামলার বাদী দৈনিক পএিকার সাংবাদিকদের কে কয়েকজন ড্রাইবার সহ আমাদের কে রাসেল বলেন নুরুল ইসলাম নামে এই লোক টি আমাকে এয়ারপোর্টে চাঁদা উঠানোর জন্য বলেন আমি চাঁদা না উঠানোর জন্য অস্বীকার করছি বলে আমার গাড়ির বিভিন্ন মামলা দিয়ে এখন আমাকে একটা মামলা দিয়ে হয়রানি করতেছে নুর ইসলাম নামের এই লোকটি আমাকে চাঁদা উঠানোর জন্য বলছেন যে একটি কল রেকর্ড আমার কাছে আছে এবং তার সহযোগী হানিফ এরা যেসব চাঁদা বাজি চালিয়ে যাচ্ছে এমন কিছু ছবি ও আমার আছে এই হানিফ হিউম্যান হলার গাড়ির রোড পারমিট জালিয়াতি করে মানুষকে দিচ্ছে এমনও প্রমাণ আমার কাছে আছে হানিফ একজন চাঁদাবাজ ও জালিয়াতকারী সে দুই নম্বর লাইসেন্স বানিয়ে দেয় এমন প্রমাণ আছে আমার কাছে তাই এদের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে এরা পরিবহনশ্রমিক দের কে হয়রানি করে তাই ড্রাইভার শ্রমিক ইউনিয়ন ও সচেতন মহল বাংলাদেশ সরকার কাছে ও চট্টগ্রাম পুলিশ কমিশনার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এরা কারা এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আহবান জানাচ্ছি দৈনিক পএিকা সাংবাদিবৃন্দ কাটগড় এলাকার টিআই মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন আমি এ বিষয়ে অবগত না আপনারা আমাকে বলেছেন আমি এটা খতিয়ে দেখব চাঁদাবাজ এবং জালিয়াতি কারবারী আমার এলাকায় চলতে দেবো না দৈনিক পএিকার সাংবাদিকেরা এয়ারপোর্ট টিআই সাহেবের সাথে কথা বলতে গেলে তিনি আমাদের কে বলেন আপনারা আমাদেরকে বলেছেন আমরা এ বিষয়ে খতিয়ে দেখবে আমি একটা অবৈধ করে চলতে দেবো না কোন জালিয়াতি পারমিট বিহীন গাড়ি আমার রোডে চলতে দেবো না ফ্রী পোট টিআই রাজ সাহেবের সাথে কথা বলতে চাইলে উনি আমাদের কে বলেন এ বিষয়ে আমি জানিনা তবে আপনার বলছেন আমি শুনেছি এটাই খতিয়ে দেখব কেউ যদি চাঁদাবাজি করে আমি কাউকে ছাড় দিবো না
বলে আমাদের কে জানিয়েছেন দৈনিক পত্রিকার সাংবাদিকদেরকে আরও মালিক শ্রমিক বলেন ফ্রী পোট কাটগড় এয়ারপোর্ট পযন্ত সুন্দরভাবে গাড়ি- চালাতে পারে এ বিষয়ে পুলিশ কমিশনার মহাদয় ও বন্দর ট্রাফিক বিভাগের ডিসি মহোদয় জনো সুদৃষ্টি কামনা করে চাঁদাবাজ পারমিট জালিয়াতকারী কে দরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি