চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন গ্রীনভিউতে অসামাজিক কার্যকলাপের জেরে ধ্বংস হচ্ছে স্থানীয় যুব সমাজ থেকে শুরু করে মাঝবয়সী সহ সকলেই স্থানীয় এলাকাবাসীর। অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত। তথ্য সংগ্রহ করতে গিয়ে ঘটনার সত্যতা মেলে, তথ্য উঠে আসে থানাকে নাকি ম্যানেজ করেই চলে এই অসামাজিক কার্যকলাপ, এই ব্যাপারে জানতে স্থানীয় থানায় ফোন করার সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে কবিতা নামক পতিতা সহ সকল পতিতা। তাতে আহত হয় রিপোর্টার ও ক্যমরা ম্যন, পতিতারা সাংবাদিকদের ক্যমরা টানাটানি করে, কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় লাঞ্চিত হয় সাংবাদিক, এতে ও পতিতাটা খান্ত হন্ নি। কিন্তু উল্টো থানায় মিথ্য মামলার করার আয়োজন।