ভূয়া সার্টিফিকেট পেশ করে পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরী নেন – ইউসুপ নবী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৫৮ Time View

ভূয়া সার্টিফিকেট পেশ করে পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরী নেন ইউসুপ নবী । জন্ম সনদ অনুযায়ি ৪ বছর বযসে তিনি এস. এস. সি. পাশ করেন তথ্য সূত্রে  জানা যায়, মোঃ ইউসুপ নবী চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগে সাহায্যকারী পদে চাকুরী করছেন। ৩০/০৫/২০১০ তারিখে চাকুরী নেয়ার সময় নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী বয়স থাকার কথা যেখানে সর্বোচ্চ ৩০ বছর সেখানে তখন তর বয়স ছিল ৪১ বছর ১ মাস ২২ দিন।তিনি ১১ বছর ১১ মাস ২৫ দিন কমিয়ে নকল সার্টিফিকেট প্রদান করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিউবো ) এ  চাকুরী নেন। জানা যায়, ইউসুপ নবী চাকুরী নেয়ার জন্য যে কাগজ পত্র জমা দেন সেগুলোর মধ্যে একটার সাথে অন্যটির জন্ম তারিখের কোন মিল নেই। উল্লেখ আছে তিনি এস এস সি পাশ করেন ১৯৮৬ সালে অপরপক্ষে তার ৮ম শ্রেণির প্রত্যয়ন পত্রে উল্লেখ আছে তার জন্ম তারিখ ০৩/০৫/১৯৮২ । তার মানে সার্টিফিকেট অনুযায়ী বলা যায় তিনি ৪ বছর বয়সে এস এস সি পাশ করেন। আবার ১৯৮৮ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় তিনি  জন্ম তারিখ উল্লেখ করেন ০৮/০৫/৭০ ইং । যাহা পরিপূর্ণভাবে গড়মিল পরিলক্ষিত হয়। বিশেষ ভাবে উল্লেখ্য, রতনপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবংবোয়ালখালীর জলিল আম্বিয়া কলেজ থেকে এইচ এস সি  পাশ করা আসল  সার্টিফিকেটে উল্লেখ করা জন্ম তারিখ অনুযায়ী তার বয়স হয় ৪১ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োপত্রের শর্তানুযায়ী প্রকৃত বয়স ১১ বছর বেশি হওয়ার কারনে তিনি ১১ বছর কমিয়ে নকল সার্টিফিকেট তৈরি করেন। যাহাতে বয়স উল্লেখ করা হয় ৩০ বছর।এই নকল সার্টিফিকেট পেশ করে তিনি বিউবোতে বিতরণ বিভাগে সাহায্যকারী পদে চাকুরী নেন। এ ব্যাপারে পর পর ২ বার তদন্ত হওয়ার পরেও কোন পদক্ষেপ নিচ্ছেনা উর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি এখনও পর্যন্ত বহাল তরবিয়াতে রয়েছেন উক্ত পদে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি